Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় লরির ধাক্কায় কলেজ শিক্ষকসহ নিহত ২

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ২:৪০ পিএম | আপডেট : ৩:২৪ পিএম, ১৪ জুলাই, ২০২১

কুষ্টিয়া সদর উপজেলায় লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার মধুপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কলেজশিক্ষক শফিউল আজম ও তাঁর মামাতো ভাই এনামুল। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে। আর নিহত এনামুলের বাড়ি পাশের চরপাড়া গ্রামে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, শফিউল ও মামাতো ভাই এনামুল ইসলাম মোটরসাইকেলে যাচ্ছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর এলাকায় পৌঁছালে রডবোঝাই একটি বড় লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শফিউল আজম মারা যান।

নিহত শফিউলের ভায়রা হোসেন ইমাম বলেন, করোনাকালে কলেজের কাজে মাঝেমধ্যে সাতক্ষীরা যেতেন শফিউল। কাজ শেষে বাড়ি ফিরতেন। গতকাল মঙ্গলবার মামাতো ভাইকে নিয়ে সাতক্ষীরা গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। শফিউলের বাঁ পা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। হোসেন ইমাম আরও বলেন, শফিউলের স্ত্রী ও দুই ছেলে আছে। বড় ছেলে কুষ্টিয়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। ছোট ছেলে একই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ