Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম মাঠে

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১১:৪৮ পিএম

ঈদুল আযহা উপলক্ষে কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলার সকল আনসার বাহিনী ও গ্রাম পুলিশ সদস্যের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কাপাসিয়া থানা পুলিশ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে কাজ করেছে থানা পুলিশ ও আনসার বাহিনীর একাধিক টিম।

১১ জুলাই মঙ্গলবার সকালে থানা কমপ্লেক্স চত্বরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলার সকল আনসার সদস্যদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান সহ থানার পুলিশের অন্যান্য সদস্যরা।

অফিসার( ইনচার্জ) মোঃ আলম চাঁদ জানান, স্বাস্থ্যবিধি মেনে সকলে যেন নির্বিঘ্নে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে পারে। এবং তাদের পশু বেচাকেনা ও কোরবানী দিতে পারে। সেটা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ঈদ এলে এই চক্রের তৎপরতা আরো বেড়ে যায়। পাশাপাশি চুরি-ছিনতাইসহ নাশকতামূলক ঘটনার প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে ।

তিনি আরো বলেন জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতিমধ্যে মাঠে বিভিন্ন টিম কাজ করছে। সকলের সহযোগিতায় কাপাসিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধ পরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ