Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর এ এস এম মাকসুদ কামাল।
নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ‘সাধারণ জ্ঞান’ পরীক্ষা হবে। এর আগে প্রথম দফায় মে মাসে এই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে দুই মাস পিছিয়ে ৩১ জুলাই থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন আরও পেছাল।
প্রফেসর মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির কারণে ভর্তি পরীক্ষা আবারও পেছাতে হয়েছে। নতুন সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে মাকসুদ কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক পরীক্ষা আগের মতো অনলাইনে চলবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে সুবিধা অনুযায়ী পরীক্ষা নেবে। এদিকে ডিনস্ কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও পেছানোর সিদ্ধান্ত হয়েছে। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিটের, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের, ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১০ জুলাই থেকে শুরু হয়েছে, তা ২০ অগাস্ট পর্যন্ত চলবে।
এর আগে গত শনিবার ৭ কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছিলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা ২ অক্টোবর নেওয়ায় সিদ্ধান্ত হয়েছে, যা আগামী ২০ অগাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর হবে, যা ২৭ অগাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ