Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনু-রুপনের বাসায় র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১০ এএম | আপডেট : ১২:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক ইনু ও রুপন ভূঁইয়ার পুরান ঢাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় পাঁচটি সিন্দুক ভর্তি টাকা, স্বর্ণালংকার, পাঁচ কোটি টাকার এফডিআর এবং ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের ছয়তলা বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব-৩।
অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সারোয়ার আলম। এই বিপুল অঙ্কের টাকা গণনা শেষে ব্রিফ করা হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে রাজধানীর গে-ারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এনু, তার ভাই একই কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়া গত (১৩ জানুয়ারি) গ্রেফতার হন। এ সময় নগদ ৪০ লাখ টাকা, ১২টি মোবাইল ফোন, বাড়ির দলিলপত্র এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাসিনো কাণ্ড

২০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ