Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে জি কে শামীম ও খালেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৩:৪৯ পিএম

দুর্নীতির মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঠিকাদার জি কে শামীম ও যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে ঢাকা মহানগর আদালতে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সাত দিনের রিমান্ডে নেওয়া হলেও জি কে শামীমকে পাঁচ দিন ও খালেদ মাহমুদকে চার দিন জিজ্ঞাসাবাদ করে দুদক।

জি কে শামীমকে গত ৩ নভেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং খালেদকে গত ৪ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে দুদকে আনা হয়েছিল।

এর আগে গত ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর খালেদকে ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।

শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাসিনো কাণ্ড

২০ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ