পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেমিকাকে বশে রাখতে ডাব পড়া আর তাবিজ নিয়ে তাতে কোন ফল না পেয়ে এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলক‚প ইউনিয়নের দাশপাড়ায় গতকাল সোমবার এই খুনের ঘটনা ঘটে। এলোপাথারি দায়ের কোপে শিশুসহ আরো তিনজন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের পর স্থানীয়রা ২২ বছর বয়সী এহসান নামে ওই যুবককে ধরে পুলিশে দিয়েছে। খুনের শিকার ওই মহিলা ফাতেমা বেগম (৪৬) এলাকায় ‘বৈদ্য’ হিসেবে পরিচিত ছিলেন। আহতরা হলেন- রাবেয়া বেগম (৪০), জান্নাতুল ফেরদৌস (২২) ও বৃষ্টি (৯)।
বাঁশখালী থানার ওসি শফিউল কবির ইনকিলাবকে বলেন, ফাতেমা বেগম ঝাড়ফুক করতেন, তাবিজ-কবজ দিতেন। আর এহসান নামের ওই যুবক তার ‘প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে ফাতেমার কাছ থেকে কয়েকবার ডাব পড়া ও তাবিজ নিয়ে যান। এতে ফল না পেয়ে সে তার ওপর ক্ষুদ্ধ হন। সোমবার সকালে এহসান ওই বৈদ্যের বাড়িতে যান। ফাতেমা আবারও একটি তাবিজ ও একটি ডাব পড়া দেন এহসানকে।
কিন্তু এহসান ডাব কাটার জন্য দা নিয়ে হঠাৎ ফাতেমাকে কোপাতে শুরু করেন। এ সময় তাকে বাধা দিতে গেলে ওই ঘরে থাকা বাকি তিনজনও আহত হন। চারজনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় এহসানকে গ্রেফতার করে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি শফিউল কবির বলেন, প্রেমের সম্পর্ক নিয়ে ওই যুবক মানসিকভাবে অশান্তিতে ছিল বলে জানতে পেরেছি। তার বাড়ি শীলকূপ এলাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।