Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর কবিরহাটে গরু বাজার বন্ধ করতে গেলে ম্যাজিস্ট্রেটের গাড়ীতে হামলা, ভাঙচুর

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:০৬ পিএম

কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে গরু বাজার বন্ধ করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। এসময় ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিঙ্গা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ অমান্য করে আসন্ন কুরবানি উপলক্ষ্যে চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভিতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরু বাজারটি বন্ধ করা হয়েছে।

কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ