মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার মিসরের সর্বোচ্চ আপিল আদালতে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদিসহ ১০ নেতার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখার আদেশ দেয়া হয়েছে। রোববার দেশটির সুপ্রিম কোর্টের কোর্ট অব কেসেইশন এই আদেশ দেন বলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনায় খবর প্রকাশ করা হয়।
এর আগে ২০১৯ সালে কায়রোর এক আদালত মোহাম্মদ বদিসহ এই ১০ নেতার বিরুদ্ধে ২০১১ সালে আরব বসন্তে বিপ্লবের সময় ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লাহর সহায়তা নিয়ে দেশটিতে জেল ভেঙ্গে বন্দীদের বের করে আনা ও পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় অভিযুক্ত মধ্যম সারির আট নেতাকর্মীকে মুক্তির আদেশ দেয়া হয়েছে।
সূত্র : আশশারক আল-আওসাত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।