Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৫:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হেরোইন ব্যবসায়ী জাহির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালাত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আসামির উপস্থিততে অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া এলাকার মৃত আশরাফুলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আঞ্জুমান আরা জানান, গত ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‍্যাপিড ব্যটলিয়ন অ্যাকশন (র‍্যাব)। ওই দিন র‌্যাব-৫ এর উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, এ মলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক ওসামান গনি ২০১৮ সালের ২০ অক্টোবর জাহিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ