Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনার সমর্থক হয়ে একই মোটর সাইকেলে ৪ জন যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৭:১২ পিএম

কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে এক মোটর সাইকেলে ৪ জন চড়ে ফুটবল খেলতে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামের ১ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল আরোহী আরও ৩ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) নামের ৪ যুবক আর্জেন্টিনা দলের সমর্থক।
রোববার সকালে কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা ১ গোলে বিজয়ী হওয়ায় আনন্দে মেতে ওঠেন। মনের আনন্দে উক্ত ৪ যুবক বিকেলে কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে মনের আনন্দে একটি মোটরসাইকেলে চেপে বাড়ী থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে মাদ্রাসা মাঠে যাওয়ার পথে ৫’শ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর ৩ আরোহী মারাত্মক ভাবে আহত হন। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ