Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৪

লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৪:৩১ পিএম

বান্দরবানের লামায় ১১/৭/২০২১ইং তারিখে দুপুর ১.৩০ মিনিটের সময় মাহিন্দ্রারা ও বালুভর্তি ট্রাকের মুখামুখী সংঘর্ষে নিহত ৩ জন, গুরুতর
আহত হয়েছে ৪ জন যাত্রী।
পশ্চিম লাইনঝিরি রাস্তা মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, রাস্তার এই মোড়টিতে প্রায় এস্কিডেন্ট হয়ে থাকে।
লামা আলীকদম -চকরিয়া সড়কে ট্রাক ও মাহিদ্রার গাড়ীর সাথে মুখামুখী সংঘর্ষে নিহতরা হলেন রুপসী বেগম (৩৪), চিনু, অপরজনের পরিচয় পাওয়া যায়নি।এদের মধ্যে ২ জন আনন্দ নামক জনৈক ব্যক্তির ভাবি ও বোন। তারা আলীকদম উপজেলার চৈক্ষং ইউপির বাসিন্দা বলে জানাযায়।
তাৎক্ষণিক খবর পেয়ে লামা থানার ওসি ওপুলিশ সহ,
এবং ফায়ার সার্ভিসটীম ঘটনাস্থলে পৌছান ।
আহতদেরকে উদ্বার করে লামা সদর হাসপাতালে প্রেরণ করে ।
প্রত্যক্ষদদর্শি ও পুলিশ সূত্রেঃ জানাযায় বালুভর্তি ট্রাক গাড়ীটি চকরিয়া হয়ে লামায় আসছিল ।
পথের মাঝে ট্রাক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী মাহিন্দ্রারর সাথে ট্রাকের মুখামুখী সংঘর্ষ হয় ।
এ সময় লামা থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে বক্তব্যে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে দূর্ঘটনাস্থলে গিয়েছি এবং ৩ জন স্থানে মৃত্যুবরণ করেছে এবং ১ জন শিশুসহ ৪ জন গুরুতর আহত পেয়েছি।
এদিকে
লামা উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থল পরিদশর্ন করেছে । উদ্বার কাজ শেষ করে লাশ থানার হেফাজতে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ