Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাউদ্দিন বললেন এগিয়ে থাকবে আর্জেন্টিনাই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ৯:০৩ পিএম

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। কোপা বা ইউরো কাপের ফাইনালে তিনি কোন দলের সমর্থক? তা সরাসরি না বললেও তিনি জানান, কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে। শনিবার বিকালে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাখঢাক না রেখেই কথাটি বলেন।

বিশ্ব ফুটবলের বড় দুই টুর্নামেন্টের ফাইনাল নিয়ে সালাউদ্দিন বেশ রোমাঞ্চিতই। অন্তত তার কথায় সেটির প্রমাণ মেলে। কোপা আমেরিকার ফাইনালকে ঘিরে যখন গোটা বিশ্ব দুইভাগে বিভক্ত তখন ব্রাজিল-আর্জেন্টিন ম্যাচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কৌশলী উত্তর দিলেন বাফুফে সভাপতি। তার কথায়,‘দুইটা দলই কিন্তু বাংলা ভাষায় বললে ক্ষুধার্ত। ব্রাজিল অনেক দিন ধরে ট্রফির দেখা পায় না। আর্জেন্টিনাও না। এবং সম্ভবত এটা কোপার শেষ ফাইনাল হতে যাচ্ছে মেসির জন্য। তাই আমি মনে করি মেসি ভাইটাল ফ্যাক্টর হতে যাচ্ছে এ ম্যাচে।’ তিনি যোগ করেন,‘সব মিলিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আমি এগিয়ে রাখবো আর্জেন্টিনাকেই। ওদের আছে মেসি, ডি মারিয়ার মতো গেম চেঞ্জার। যারা যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ধরুন খেলা ০-০ চলতেছে। হঠাৎ একটা ফ্রি কিক পেয়ে তা কাজে লাগাতে পারে আর্জেন্টাইনরা। এই জিনিসটা আর্জেন্টিনার আছে।’

সালাউদ্দিনের কথায় সাংবাদিকদের প্রশ্ন- তাহলে কাজী সালাউদ্দিন আর্জেন্টিনার সাপোর্টার? এর উত্তর হেসেই দিলেন বাফুফে বস,‘প্রথমত আমি বাংলাদেশের সাপোর্টার। এরপর ফুটবলের।’

কোপা আমেরিকার রোমাঞ্চকর ফাইনালে রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ