Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা সাহায্য চেয়ে হাইতির চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গত ৭ জুলাই নিজ বাসভবনে আততায়ীর হামলায় খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে। প্রেসিডেন্টকে হত্যার ঘটনার পর থেকে দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে সৈন্য পাঠাতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে হাইতি। ওই ঘটনার পরই হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতিসংঘে চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘দেশে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে হাইতি পুলিশের প্রচেষ্টাকে সহায়তা করার জন্য’ সৈন্য পাঠাতে অনুরোধ করা হয়। সেনা সাহায্য চেয়ে আবেদনের বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন হাইতির নির্বাচনমন্ত্রী মাথিয়াস পিয়েরে। তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম যে ভাড়াটে গুন্ডারা কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে আমরা এই অনুরোধ করেছিলাম।’ সংবাদ বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ডটকম বলছে, হাইতির এই অনুরোধের বিষয়টি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ