Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঝরাতে টুইট, হাসির খোরাক রাজ্যপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

মাঝরাতে আচমকা টুইট। টুইটের বিষয়বস্তু সাংবিধানিক দায়িত্ব। শুক্রবার গভীর রাতে এমনই টুইট করে বসলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর তার টুইট নিয়েই এখন সরগরম নেটদুনিয়া। হাসির খোরাক জগদীপ ধনকড়। দায়িত্ব নেয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে সেই সংঘাত আরও চরমে পৌঁছেছে। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে সরগরম হয়ে ওঠে রাজনীতির আঙিনা। এই আবহেই মাঝরাতে আচমকা সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করে টুইট রাজ্যপালের। বিধানসভা নির্বাচনের পর থেকে বেশ কয়েকবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। নন্দীগ্রামের বিধায়কের সুরে সুর মিলিয়ে খানিক একইরকম অভিযোগ করেছেন খোদ রাজ্যপালও। রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলেও অভিযোগ তার। এই পরিস্থিতিতে সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করে টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে নেটিজেনদের একাংশ এত গভীরে যেতে রাজি নন। হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ