Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুলের মাশুল হিসেবে কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারত : রাজ্যপাল

পিডিপি-র বয়কটের মাঝেই পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি হচ্ছে জম্মু-কাশ্মীর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সন্ত্রাসবাদী হানার হুমকি, পিডিপি-র বয়কটের মাঝেই পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি হচ্ছে জম্মু কাশ্মীর। আগামী ৮ অক্টোবর শুরু হচ্ছে নির্বাচন। এর মাঝে কাশ্মীর সংক্রান্ত যাবতীয় বিতর্ক উস্কে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বললেন, “ভারত ভুল করেছে। ভুলের মাশুল হিসেবে কাশ্মীর উপত্যকার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন এই পরিস্থিতিতে আমার কাজ জম্মু-কাশ্মীরে একটা বিশ্বাস এবং ভরসার আবহাওয়া তৈরি করা যাতে কেন্দ্র কাশ্মীরের সব মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন কী হুরিয়তের সঙ্গেও খোলামেলা আলোচনায় বসতে পারে”। পিডিপি-বিজেপি জোট ভেঙে যাওয়ার পর দু’মাস কাশ্মীর উপত্যকায় রাজ্যপালের শাসন চলেছে। তার পরই সেখানকার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন সত্যপাল মালিক। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকদের রাজ্যপাল মালিক বললেন, “কাশ্মীরকে কেউই একতরফা অধিকার করে রাখেনি। যে যাই বলুক, এটা সত্যি, যে আমরাই পরিস্থিতি ঠিক মতো সামলাতে পারিনি। তবে আমরা জোর করে কাশ্মীরকে আটকে রাখিনি, কাশ্মীর স্বেচ্ছায় ভারতে এসেছে।” ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫ এ ধারায় কাশ্মীর নিয়ে যে শর্তগুলো আছে, তার কোনো পরিবর্তন হতে পারে কি না জিজ্ঞেস করা হলে সত্যপাল মালিকের জবাব, “আমরা কোনো একটা সময় কথা রাখতে পারিনি। কিন্তু সংবিধানের ৩৭০ এবং ৩৫ এ ধারা নিয়ে দেশের বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। যদিও আমি জনসাধারণের নির্বাচিত প্রতিনিধি নই, তবু আমার মনে হয়, কাশ্মীরে জনসাধারণ দ্বারা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ৩৫ এ ধারা মুলতবি রাখাই উচিত। কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা পর্ব শুরু করার আমি কেউ নই। কিন্তু কেউ যদি আমার কাছে আসতে চায়, আমার দরজা খোলা আছে”। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ