Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন নবম দিন, বাড়ছে ‘যান’ বাড়ছে ‘মানুষ’ সিলেটের রাস্তায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৩:৫৫ পিএম

কঠোর লকডাউনের নবম দিনে সিলেটের সড়কে যানবাহন ও বেড়েছে জনগণের চলাচল। আজ শুক্রবার ছুটির দিনে নগরীতে সকালের দিকে লোকসমাগম অনেকটা ছিলো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত যানবাহন। সেই বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। তবে, নগরীর অলিগলিতে মানুষের চলাচল করছে অবাধে; স্বাস্থ্যবিধির প্রতি নেই কোন গরজ। কেঠোর লকডাউনের প্রথম দিকে মানুষের মধ্যে নির্দেশনা মেনে চলার যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছিলো তা আস্তে আস্তে দূর্বল হয়ে যাচ্ছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্ল্যাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সিলেটের বাইরে থেকে কোনো যানবাহন নগরে প্রবেশ ও নগর থেকে কোনো যানবাহন বাইরে যেতেও বাধা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ