Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুইডেনে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৯ পিএম

সুইডেনে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) স্টকহোমে ১০০ মাইল দূরে ওরেব্রো শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন।

উড়োজাহাজটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। পুলিশের ওয়েবসাইটে বলা হয়, “এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।”

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, ‘আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।’
২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিলো এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ