Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় লকডাউন না মানায় ৫৬ জনকে ৪৮ হাজার ৪৫০ টাকা অর্থদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৮:৫৩ এএম

করোনার কঠোর লকডাউনের অষ্টমদিনে বৃহস্পতিবার সারাদিন খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অকারণে ঘোরাঘুরি, দোকানপাট খোলা রাখা, যান্ত্রিক যানবাহন চালানোসহ লকডাউন অমান্য করায় ৫৬ জনকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। ৯ উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মোট ৫৬ টি মামলায় ৫৬ জনকে ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ