Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেনাল্টির সময় স্মাইকেলের মুখে লেজার লাইট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

হ্যারি কেইন সেমিফাইনালে স্পট কিক নেয়ার আগমুহূর্তে ডেনমার্কের গোলরক্ষক কেসপার স্মাইকেলের মুখে লেজার লাইট মারার ঘটনাসহ ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ‘ডিসিপ্লিনারি চার্জ’ এনেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বাকি দুটি অভিযোগ হলো, ডেনমার্কের জাতীয় সঙ্গীত বাজার সময় দুয়ো দিয়েছেন কিছু ইংলিশ সমর্থক। ইউরোর চলতি আসরে প্রতিপক্ষ দলের জাতীয় সঙ্গীত বাজার সময় এমন অপ্রীতিকর ঘটনা এই প্রথম ঘটলো। পরে তারা পুড়িয়েছেন আতশবাজিও। এরপর ১০৪তম মিনিটে কেইনের পেনাল্টি নেয়ার সময় ঘটে লেজার লাইট মারার কান্ড। ভিডিওতে দেখা যায় স্মাইকেলের মুখে, চোখে ও কপালের উপর ঘুরছে সবুজ আলোর রেখা। পেনাল্টি স্মাইকেল রুখে দিলেও কেইন ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। এ গোলেই শেষ পর্যন্ত ডেনিশদের পথচলা থেমে যায়। জয়ের আনন্দে পরে আতশবাজিও পুড়িয়েছে ইংলিশ সমর্থকরা।
উয়েফার এথিকস ও ডিসিপ্লিনারি বডি এই তিনটি বিষয় খতিয়ে দেখার কথা জানিয়েছে। বিষয়গুলো প্রয়োজনে তদন্ত করে দেখার কথা জানিয়েছেন পুলিশের এক মুখপাত্রও। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে একজন শেরিফের দিকে লেজার লাইট মারার কারণে এক ব্যক্তি ‘সেকেন্ড ডিগ্রি’ অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। তিন বছরের কারাদন্ড দেয়া হয়েছিল তাকে। ২০১৫ সালে ইংলিশ ফুটবলের নিয়ন্তা সংস্থা এফএ এক সমর্থকের বিরুদ্ধে তদন্ত করেছিল।



 

Show all comments
  • Saurov Shahriar ৯ জুলাই, ২০২১, ১:৫৬ এএম says : 0
    জোর করে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।
    Total Reply(0) Reply
  • Rajib Ahmed Raju ৯ জুলাই, ২০২১, ১:৫৭ এএম says : 0
    ১৯৬৬ সালের বিশ্বকাপ চোর'রা এগুলো করবেই,,,এটা ওদের রক্তের সাথেই মিশে আছে। ওদের সর্মথকরা অধিকাংশই হচ্ছে বর্বর জঙ্গি টাইপের।দাঙ্গা লাগার সময় ওরা নিজেদের কাপড়চোপড় খুলে ফেলে এমন ইতিহাসও আছে। উয়েফার উচিত এদেরকে নিষিদ্ধ করা।
    Total Reply(0) Reply
  • নিশা চর ৯ জুলাই, ২০২১, ১:৫৭ এএম says : 0
    বিটিশ(ব্রিটিশ) বুদ্ধি কি খালি খালি কয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ