পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন ২২নং হল থেকে অলিউল্লাহ অলি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে হলের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নির্মাণাধীন হল থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত অলিউল্লাহ অলি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। তবে থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে।
এদিকে নির্মাণাধীন হল এলাকার একটি সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত বুধবার দিনগত রাত ৩টার দিকে তিনজন ব্যক্তি দেয়াল টপকে নির্মাণাধীন ২২ নম্বর হলে প্রবেশ করেন। পরবর্তীতে তারা দ্বিতীয় দফায় আবার প্রবেশ করেন। এরপর রাত ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে একজন লোক পড়ে আছে। তবে বাকি দুইজনের চেহারা সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি। এই বিষয়ে নির্মাণাধীন হলের কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার খোকন বলেন, ‘সকাল ৬টার দিকে ওঠে দেখি হলের সামনে একজনের লাশ পড়ে আছে। ধারণা করছি হল থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে শট খেয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তিনি আমাদের শ্রমিক নয়।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বলেন, ‘বিল্ডিং থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতে তার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।