Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ার বলখেলা বাজারের ইজারাদারকে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১১:৫৪ পিএম

কাপাসিয়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম করায় স্থানীয় বলখেলা বাজারের ইজারাদার বেলায়েত হোসেন (৫২) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ জুলাই বুধবার বিকেলে কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর বলখেলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমত আরা।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাত আরা জানান, চলমান লকডাউনে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি লংঘন করে জনসমাগম করায় বলখেলা বাজারের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি সবাইকে করোনাকালীন সময়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান। এর আগে উপজেলার আমরাইদ বাজারের ইজারাদারকে একই কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ