প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হওয়া দীঘি প্রথম সিনেমা দিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘তুমি আছ তুমি নেই’-এর গল্প ও নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। নায়িকা হিসেবে এমন একটি নিম্নমানের সিনেমা দিয়ে তার অভিষেক অনেকে মেনে নিতে পারেনি। দীঘিও সন্তুষ্ট ছিল না। ফলে মানসিকভাবে দীঘি দুর্বল হয়ে পড়েন। তবে তা মনে রাখতে চানা না তিনি। নতুন করে শুরু করতে চান। দীঘি জানান, অনেকে অনুরোধ করছেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য। কিন্তু এসব অনুরোধের চেয়ে সিনেমার কোয়ালিটিকে প্রাধান্য দিতে চান তিনি। নির্মাতা, সহশিল্পী, মানসম্মত গল্প, চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হবেন। ইতোমধ্যে পছন্দ না হওয়ায় বেশ কয়েকটি সিনেমা না করে দিয়েছেন তিনি। দীঘি বলেন, যেহেতু শুরুতেই সমালোচনার মুখোমুখি হয়েছি, তাই সামনের দিনগুলোতে দেখেশুনে এবং বুঝে সিনেমা করতে চাই। তাড়াহুড়ো করতে চাই না। যতো সময় লাগবে লাগুক। আমি ভালো কাজটা বেছে করতে চাই। এই মূহূর্তে পাঁচ-ছয়টি নতুন সিনেমার স্ক্রিপ্ট আমার হাতে রয়েছে। লকডাউনে তেমন কাজ নেই আমার। তাই স্ক্রিপ্টগুলো পড়ছি। এর মধ্যে যেগুলো ভাল লাগবে সেগুলোতে অভিনয় করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।