Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীঘির প্রেম নিয়ে গুঞ্জণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ এএম

শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে চলচ্চিত্রে আসতে না আসতেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি প্রেমের গুঞ্জণ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গুঞ্জণ ছড়িয়েছে, দিঘী নাকি এক ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে দিঘী এ সম্পর্ককে প্রেমের না বলে বন্ধুত্বের বলে দাবী করেছেন। দীঘি বলেন, গত দুই বছর ধরে আফ্রিদি আর আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে আমি প্রেম নিয়ে নয়, ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়ে-শাদি নিয়েও ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। এটা গুজব। আর প্রেমে জড়ালে আমি নিজেই তা বলব। তৌহিদ আফ্রিদিও দিঘীর সাথে বন্ধুত্বের দাবী করে বলেছেন, দীঘি আমার খুব ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না। ওর সঙ্গে আমার তুই-তোকারি সম্পর্ক। উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দীঘি অনেকগুলো সিনেমায় অভিনয় করেন। শিশুশিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। এ বছর নায়িকা হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর মুক্তি পায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমায় তিনি অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীঘির প্রেম

১০ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ