বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘিতে মাদক বিক্রির প্রতিবাদ করা এবং মাদক মালার সাক্ষী হওয়ায় একটি পরবিার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। পরিবারটি মাদক কারবারি ও তার সঙ্গীদের হামলা মামলার শিকার হয়েছে। অবস্থা এমন পর্যায়ে গেছে যে পরিবারের লোকজন জীবনের ভয়ে আয় রোজগারে ঘরের বাইরে যেতে সাহস পাচ্ছে না।
জানা যায়, উপজেলার বামনীগ্রামের একটি বাড়ি মাদকের আখড়া বলে গ্রামের সবাই জানে। বিভিন্ন স্থান থেকে মাদক সেবিসহ মাদক কারবারিরা এই বাড়িতে ভিড় জমায়। গ্রামের লোকজন মাদক বাড়ির ভয়ে মুখ খোলার সাহস পায় না। কেউ মুখ খুলেই হামলা মামলার ভয় দেখানো হয়।
২০১৯ সালের ১৬ অক্টোবর আদমদীঘি থানা পুলিশ সান্তাহার ইউনিয়নের বামনীগ্রামে হামিদুলের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ হামিদুর ও তার ছোট ভাই আজাদকে গ্রেফতার করে। পুলিশ বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। পুলিশ যাদেরকে মামলার সাক্ষী করেছিল তারই এখন আসামিদের দ্বারা কোনঠাসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।