Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মহাপ্রয়াণে সর্বত্র শোকের ছায়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৪:১৪ পিএম

চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বর্ষীয়ান এই ভারতীয় অভিনেতা।

উপমহাদেশের জনপ্রিয় এই অভিনেতার মহাপ্রয়াণে সর্বত্র বইছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক গভীর শোক প্রকাশ করেছেন।

ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলীপ কুমারের স্বরণে নানা কথা লিখছেন সর্ব মহলের মানুষ। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা জানানোর পাশপাশি তাঁর পরকালীন আত্মার শান্তি কামনা করছেন নেটিজেনরা।

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর তাঁর ফেইসবুকে লিখেন, ‘ইউসুফ ভাই আজ ছোট বোনকে ছেড়ে চলে গেলেন।. ইউসুফ ভাই চলে গেলেন, এক যুগ শেষ হয়ে গেল। আমি খুবই দুঃখিত, নির্বাক। অনেক কিছু অনেক স্মৃতি আমাদের ছেড়ে গেছে। ইউসুফ ভাই অনেক বছর অসুস্থ ছিলেন, কাউকে চিনতে পারেন নি। এমন সময় সায়রা ভাবি সব ছেড়ে দিনরাত সেবা করে গেছেন। তার জন্য আর কোন জীবন ছিল না। স্যালুট জানাই এমন একজন মহিলাকে! ইউসুফ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি ।’

জনপ্রিয় গায়ক আদনান সামি লিখেন, ‘‘সিনেমার রাজা’ দিলীপ কুমার মারা গেছেন- খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল... আমি তাকে একজন অভিনেতা হিসেবে শ্রদ্ধা করি এবং সম্মান করি। কারণ তিনি পেশোয়ারের আমার বাবার প্রথম কাজিন ছিলেন। তাই আমি তাকে ইউসুফ 'লালা' বলে ডাকতাম। তিনি আমার প্রতি খুব স্নেহশীল ছিলেন এবং একজন শিল্পী হিসেবে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। আমি তাকে খুব মিস করবো... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।’

টলিউডের চিত্রনায়ক জিৎ লিখেন, ‘ভারতীয় সিনেমার রাজা দিলীপ কুমার সাহেব আজ স্বর্গীয় বাসস্থানে চলে গেলেন। তিনি একটি প্রতিষ্ঠান ও যুগের প্রধান বাহক ছিলেন। স্যার আপনার দৃষ্টান্তমূলক কাজ ভবিষ্যত প্রজন্মকে উৎসাহিত করবে। আপনাকে মিস করা হবে। তাঁর পরিবার এবং সারা বিশ্বের ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’

স্মৃতিচারণ করে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি লিখেন, ‘বহু বছর আগের কথা আমার বাবা চাইতেন আমি যেন চলচ্চিত্রের হিরো হই। বাবা অনেকের কাছে নিয়ে গেছেন আমাকে। কারণ একটাই তিনি অসম্ভব চলচ্চিত্রপ্রেমী। দিলীপ কুমার উনার স্বপ্নের নায়ক। বহু ছবি দেখার পর আমার স্বপ্নের নায়ক হয়ে গেলেন উনি। উনাকে দেখার ইচ্ছে হয়েছিল। আমি তখন চরম ব্যস্ত, উনি আসলেন বাংলাদেশ। আমি, মৌসুমী, আমার শ্বশুর উনার সাথে দেখা করার জন্য পাঁচতারা হোটেলে যাবো। আমার বাবা বললো, আমাকে নিয়ে যাও, সেদিন তার সাথে আমার দেখা। উনি আমার সাথে হাত মেলালেন। একটি শব্দ বলেছিলেন, আজও আমার মনে বাজে। প্রশংসা শেষ হবার নয়। অঝোরে আমার চোখের পানি পড়ছে। আল্লাহর কাছে বলার চেষ্টা করছি, আল্লাহ আপনি ইউসুফ খান দিলীপ কুমার স্যারকে জান্নাত নসিব করুন। এই উপমহাদেশের সমস্ত শিল্পীদের ও আমাদের আপনি একটা ডিকশনারি।’

ছবি শেয়ার করে অভিনেতা অমিত হাসান লিখেন, ‘দিলীপ জি না ফেরার দেশে। আল্লাহ আপনাকে ভাল রাখুক। শ্রদ্ধা ও ভালোবাসা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ