বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কঠোরতার সপ্তম দিনে আজ বুধবার খুলনায় ঢিলেঢালা লকডাউন পালিত হচ্ছে। শহরের বেশিরভাগ রাস্তায় চলছে থ্রী হুইলারসহ যান্ত্রিক বাহন। রিকশা ভ্যানের আধিক্য বেড়েছে। খুব বেশি না হলেও অলিতে গলিতে খুলেছে দোকানপাট। জীবিকার তাগিদে মানুষ পথে নেমেছেন।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। তবে গত ৬ দিনের তুলনায় আজ কিছুটা ছাড় দেয়ার প্রবনতা তাদের মাঝে লক্ষ্য করা গেছে। তাদের সামনেই চলছে যাত্রীবাহী থ্রী হুইলার, ইজিবাইক ও প্রাইভেট কার মাইক্রোবাস। মোটরচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হলেও সারা সকাল সড়ক জুড়ে তাদের দাপটের সাথেই চলাচল করতে দেখা গেছে।
পথে নামা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে তারা পথে নেমেছেন। খুলনা মহানগরীর বৈকালী এলাকায় থ্রী হুইলার চালক মো. সামাদ শেখ জানান, গত ৬ দিন তিনি বাড়িতেই ছিলেন। কোন সরকারি সহায়তা পাননি। ঘরে বাজার নেই। তাই আজ বাধ্য হয়ে পথে নেমেছেন। প্রায় একই কথা জানিয়েছেন নগরীর শিববাড়ি মোড়ের মোটর চালিত রিকশা নিয়ে নামা আফজাল মোল্লা।
নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড়ে বেলা সাড়ে ১১ টায় দেখা গেছে, রাস্তায় সেনাবাহিনীর টহল গাড়ি রয়েছে। এরই মধ্যে মাহেন্দ্র ও ইজিবাইক যাত্রী নিয়ে চলাচল করছে। একই চিত্র দেখা গেছে খুলনা সরকারি মহিলা কলেজ মোড়ে। পুলিশের সামনেই অবাধে চলছে যানবাহন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।