বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাওর অঞ্চলের মানুষের কষ্টের যেন শেষ নেই। টানা বৃষ্টিতে সে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ। এমন লাশ দাফন করার মাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে হাওরের মাঝে কবরস্থান। যাওয়ার জন্য নেই কোনো রাস্তা। ধানের জমিগুলোতে হাঁটু পর্যন্ত কাদাপানি। তার মধ্যে মুষলধারে বৃষ্টি। হাতে ধরা লাশ আর গায়ে সাদা পিপিই। এভাবে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির (বিআইএস) সদস্যদের।
সোমবার (৬ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মারা যান সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ এলাকার শেখ শফিকুর রহমান তালুকদার। তার লাশ দাফন ও কাফনের দায়িত্ব নেয় বিআইএস।
একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে পুরো পথজুড়ে হাঁটু অবধি কাদাপানি। এমন প্রতিকূলতার মধ্যেও করোনায় মৃতের লাশ দাফন করেছেন টিমের সদস্যরা। জানাজার নামাজে আত্মীয়-স্বজনসহ স্থানীয় কয়েকজন উপস্থিত হলেও কবরস্থানের পাশে ছিলেন না কেউ। কয়েকজনের দেখা মিললেও নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।