Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য ট্রায়ালে স্পুটনিক ভি ভ্যাকসিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মস্কোতে এই ট্রায়াল চালানো হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা জানিয়েছেন, ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত কোনও সমস্যা নেই। আনাস্তাসিয়া রাকোভা জানান, তরুণদের ভ্যাকসিনের যে ডোজ দেওয়া হবে সেটি মূলত প্রাপ্তবয়স্করা যে স্পুটনিক ভি ভ্যাকসিন পেয়েছে এর একটি সংক্ষিপ্ত ডোজ। এমন সময়ে এই ট্রায়ালের ঘোষণা এলো যখন রাশিয়ায় করোনা সংক্রমণ ফের ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। রাশিয়ার জনসংখ্যা ১৪৬ মিলিয়ন। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে মাত্র ২৩ মিলিয়ন মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশের কিছু বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত ৫৬ লাখ ৩৫ হাজার ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ