Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন পেতে অপেক্ষা আর দুই ম্যাচের। সেমিফাইনালিস্ট ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা। তবে ইতিমধ্যে ব্রাজিল-পেরু ম্যাচের ফল আপনাদের হাতে। যেহেতু এখন অবধি এ ম্যাচ নিয়ে লেখা যাচ্ছেনা, তাই বলছি-এই চার দলের (বর্তমান হিসেবে তিন দল, কারন ব্রাজিল অথবা পেরু মধ্যে একদল নিশ্চিতভাবেই বিদায় নিয়েছে) যে কারও হাতেই উঠতে পারে এবারের কোপার শিরোপা। তবে কে জিততে পারেন এবারের কোপার গোল্ডেন বুট, সেটি আঁচ করা যাচ্ছে এখনই। যার সম্ভাবনা সবচেয়ে জোরালো, তিনি আর কেউ নন। লিওনেল মেসি।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি কোপা খেলে একবারও গোল্ডেন বুট জেতেননি মেসি। এই পাঁচ টুর্নামেন্টে তিনি গোল করেছেন ১৩টি। এই ১৩ গোলের চারটি এসেছে এবারের কোপায়, যেটি এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ। এবার তাই গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর্জেন্টাইন অধিনায়কের সামনে আছে আরেকটি মাইলফলকের হাতছানি। আর মাত্র চারটি গোল করলেই মেসি হয়ে যাবেন কোপা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নরবেরতো মেন্দেজ আর জিজিনিহো ১৭ গোল নিয়ে আছেন এই তালিকার সবার ওপরে।
কোপার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। গ্রুপপর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ফ্রি কিক দিয়ে তার গোলের শুরু। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল না করলেও করিয়েছেন সতীর্থকে দিয়ে। বলিভিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে করেছেন ২ গোল, এক অ্যাসিস্ট। আর সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে করেছেন ১ গোল, ছিল দুটি সহায়তা। সব মিলিয়ে এই কোপায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান মেসির দখলে। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ দুটি গোল করেছেন পাঁচ ফুটবলার-আর্জেন্টিনার পাপু গোমেজ, লাওতারো মার্তিনেজ। পেরুর আন্দ্রে কারিলো, জিয়ানলুকা লাপাদুলার সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১ গোল আর দুই সহায়তায় মেসি ছাপিয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে গোল আর সহায়তা মিলিয়ে সবার ওপরে এখন মেসি (২০)। গোল-অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি অবদান রেখে তালিকার ১ নম্বরে ছিলেন রোনালদো। এখানে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে রোনালদোকে টপকে গেছেন মেসি।
এবারের কোপায় দারুণ ছন্দে আছেন মেসি। মেসি অবশ্য জানিয়েছেন, এসব ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভাবিত নন। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। তবে শিরোপা না জিততে পারার আক্ষেপ এখনো তাড়িয়ে ফেরে। এবারও মেসির লক্ষ্য শিরোপা জেতা, ব্যক্তিগত অর্জন নয়! দেশকে আন্তর্জাতিক শিরোপা এনে দিতে মেসিকে পাড়ি দিতে হবে আর দু’টি পিচ্ছিল সিঁড়ি।



 

Show all comments
  • Sheikh Ar ৬ জুলাই, ২০২১, ৯:৫৭ এএম says : 0
    দয়াকরে এসব নিউজ বন্ধ করুন।ওরা আমাদের মামু না কাকু ওদের নিয়ে এত ফালাফালি করতে হবে।ওদের নিয়ে নিজেদের মাঝে কাদা ছুরাছুরি হাতাহাতি গালাগালি করি।নিজের টাকায় ভিন দেশিদের পতাকা উড়ায়।বাহ্ কী অসুস্থ মনমানসিকতা!যাদের নিয়ে এত ফালাফালি ওরা তো পূথিবীর মানচিত্রে লালা সবুজের একটা দেশ আছে এটাই জানে না।নিজের দেশের যে একটা টিম আছে তার কেউ কি খবর রাখে?
    Total Reply(0) Reply
  • Muhammad Ali Faruqe ৬ জুলাই, ২০২১, ১:৪৪ পিএম says : 0
    দয়াকরে এসব নিউজ বন্ধ করুন।ওরা আমাদের মামু না কাকু ওদের নিয়ে এত ফালাফালি করতে হবে।ওদের নিয়ে নিজেদের মাঝে কাদা ছুরাছুরি হাতাহাতি গালাগালি করি।নিজের টাকায় ভিন দেশিদের পতাকা উড়ায়।বাহ্ কী অসুস্থ মনমানসিকতা!যাদের নিয়ে এত ফালাফালি ওরা তো পূথিবীর মানচিত্রে লালা সবুজের একটা দেশ আছে এটাই জানে না।নিজের দেশের যে একটা টিম আছে তার কেউ কি খবর রাখে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ