Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভাজন তাড়া করে ফিরছে যুক্তরাষ্ট্রকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন নিলেও যুক্তরাষ্ট্রে এখন কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে; অর্থনীতি গতিশীল, তবে মূল্যস্ফীতিও চোখ রাঙাচ্ছে। এদিকে ডেমোক্র্যাট-রিপাবলিকান সম্পর্কে খানিকটা উন্নতি দেখা গেলেও রাজনৈতিক রেষারেষি এখনও তীব্র। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সাড়ে ৫ মাসে দেশটি অনেক ক্ষেত্রেই বদলে গেছে। বাইরে থেকে দেখে ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো মনে হচ্ছে, দেশের বিভিন্ন অংশে মহামারি পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণে আসছে। তবে এতকিছুর পরও খানিকটা কিন্তু থেকেই যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি রোববার তার ২৪৫তম জন্মদিন পালন করলেও স্বাধীনতা দিবসের এই ছুটিটি বাইডেনের আশা বা প্রতিত্রুতির সঙ্গে সঙ্গতি রেখে উদ্যাপিত হচ্ছে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে কোভিড-১৯ টিকার অন্তত একটি ডোজ দেওয়া, সেই ‘টার্গেট’ পূরণ হয়নি। দেশের অবকাঠামো মেরামত বিষয়ক আইনও বাইডেনের ডেস্ক থেকে এখনও অনেক দূরে। রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের লনে এক হাজার ব্যক্তিকে নিয়ে একটি অনুষ্ঠান এবং ন্যাশনাল মলের ওপর আতশবাজি পোড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবারের স্বাধীনতা দিবস পালন করবেন। তার এবং যুক্তরাষ্ট্রের এমন উদ্যাপনের হক আছে বলে মনে করেন ইতিহাসবিদরাও। “এক বছর আগের তুলনায় অর্থনৈতিক, জনস্বাস্থ্য এবং জাতীয় চেতনা বিবেচনায়, মনে হচ্ছে যেন আমরা প্রায় আলাদা একটি দেশে আছি,” বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ইতিহাস নিয়ে কাজ করা মাইকেল বেশলস। বাইডেনকে এখন মহামারি মোকাবেলায় যা অগ্রগতি হয়েছে তা উদ্যাপন এবং ‘মিশন সমাপ্ত’ ঘোষণা করার মাঝে থাকা সুতার উপর দিয়ে সাবধানে হাঁটতে হচ্ছে, বলেছেন তিনি। “বাইডেন যদি মহামারি শেষের ঘোষণা দিতে তাড়াহুড়া করেন, যা এখনো তিনি করেননি, তাহলে ভবিষ্যতে আমেরিকানদের আত্মত্যাগের আহবান জানানোটা কষ্টকর হয়ে দাঁড়াবে; আর যদি কোনোভাবে মহামারি ফিরে আসে, তাহলে তা ডেমোক্র্যাটদেরও রাজনৈতিকভাবে ঝুঁকিতে ফেলে দেবে,” বলেন বেশলস। দেশটিতে মহামারির বিপদ যে এখনও দূর হয়নি, সরকারি ভাষ্যেই তার ইঙ্গিত আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ