Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহী বিভাগে ৬০ হাজার ছাড়াল করোনা রোগীর সংখ্যা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৬:৪৪ পিএম | আপডেট : ৬:৪৫ পিএম, ৫ জুলাই, ২০২১

রাজশাহী বিভাগে গত এক বছরে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গতবছরের ১২ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে করোনা শনাক্ত বাড়তে থাকে। এক বছর দুই মাস পর এর সংখ্যা ৬০ হাজার ছাড়াল।

রাজশাহী বিভাগে রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১২৩ জনের। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সোমবার বেলা দুইটায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানান, রাজশাহী বিভাগে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১২৩ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৩ শতাংশ। এটি গত ১৬ মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। আগের দিন ৩ হাজার ৭৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ১১ শতাংশ।

নতুন ১ হাজার ১২৩ জন নিয়ে বিভাগে মোট করোনার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৪২৫। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় রাজশাহীতে শনাক্ত হয়েছে ২৮০ জন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৭, নওগাঁয় ৩১, নাটোরে ১৮৩, জয়পুরহাটে ৩১, বগুড়ায় ৩১৪, সিরাজগঞ্জে ১১৮ ও পাবনায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৯। মৃত ৯৪৯ জনের মধ্যে সর্বোচ্চ ৪২৭ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৭৪ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১১৪ জন, নওগাঁয় ৮৯ জন, নাটোরে ৬২ জন, জয়পুরহাটে ২৯ জন, সিরাজগঞ্জে ৩০ জন এবং পাবনায় ২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৪৯২ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৭২৯ জন। নতুন ৪৯২ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭৪৭ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৭ হাজার ৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১১ হাজার ৫৮৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৫৩ শতাংশ এখন পর্যন্ত বিভাগে সর্বোচ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ