Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাত হলেই খুলনা থানার সামনে বসছে বাজার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১১:৫৭ পিএম

খুলনায় করোনার সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় চলছে কঠোর লকডাউন। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী বাজারঘাট সকাল ৭ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৭ ঘন্টা খোলা থাকার কথা।

আজ রোববার রাত সাড়ে ১০ টায় খুলনা সদর থানার সামনে গিয়ে দেখা গেলো ভিন্ন এক চিত্র। থানার মোড় নামে পরিচিত সদর থানা থেকে মাত্র ১০০ গজ সামনে বাজার বসেছে। বাজারটি থেকে খুলনা সদর পুলিশ ফাঁড়ির দূরত্ব আনুমানিক ৫০ গজ।
বাজারে মাছ, তরি তরকারী, ডিম, ফলমূল সবই বিক্রি হচ্ছে। পাশে দুটো চায়ের দোকান খোলা রয়েছে। আর একটু সামনে সিগারেটও বিক্রি হচ্ছে। ক্রেতাদের মোটামুটি ভীড় আছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। চায়ের দোকানের ক্রেতাদের মধ্যে পুলিশ সদস্যরাও আছেন। লকডাউন উপেক্ষা করে রাতে বাজার চলমান রাখায় সাধারণের মনে নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে দ্রুত ব্যাবস্থা নেবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ