Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার শিরোপায় চোখ মেসির

ফাইনালের লক্ষ্যে মাঠে নেইমাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

এক নজরে ফল

উরুগুয়ে ০ (২)-(৪) ০ কলম্বিয়া
আর্জেন্টিনা ৩-০ ইকুয়েডর

সেমিফাইনালে মুখোমুখি
তারিখ সময়* ম্যাচ ভেন্যু
৫ জুলাই ভোর ৫টা ব্রাজিল-পেরু অলিম্পিক
৭ জুলাই সকাল ৭টা আর্জেন্টিনা-কলম্বিয়া ব্রাসিলিয়া


না, তিনি হারিয়ে যাননি। তিনি শুধু ক্লাবের জার্সিতেই নয়, দেশের হয়েও নিজের পুরোটা উজাড় করে দেন। বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিতে এখনও নিখুঁত ফ্রি-কিকে রংধনু রং ছড়িয়ে দিতে পারেন। গতপরশু ফুটবলবিশ্ব আরও একবার সেই লিওনেল মেসি ম্যাজিকেরই সাক্ষী রইল। যিনি একটি গোল করলেন এবং একটি করালেন। আর সেই সঙ্গে কোপার শেষ চারের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

আবারও আর্জেন্টিনার উদ্ধারকর্তা মেসি ব্যক্তিগত অর্জন নয়, এবার অধরা শিরোপাটা হাতে তুলতে চান তিনি। শিরোপা থেকে আর দুই ধাপ দূরে আছেন আলবিসেলেস্তেরা। সামনে থেকেই দলকে এগিয়ে নিচ্ছেন মেসি। গ্রুপপর্ব আর কোয়ার্টার ফাইনাল মিলিয়ে কোপায় আর্জেন্টিনা পাঁচ ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১০ গোল পাঠিয়েছে তারা। এর ৮টিতেই ভূমিকা রয়েছে মেসির। নিজে চার করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। কাল যেমন দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন, তৃতীয় গোলটি নিজে করেছেন।

ম্যাচ শেষে এসব ব্যক্তিগত অর্জনে বরাবরের মতো অনীহার কথাই জানালেন মেসি, ‘ব্যক্তিগত পুরস্কার আমার কাছে সব সময় গৌণ। আমরা এখানে শিরোপা জেতার লক্ষ্যে এসেছি। এবার শিরোপাটা জিততেই চাই।’ কোপায় এখন পর্যন্ত যেটুকু পথ এগিয়েছেন, তাতেই সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। বলেছেন, ‘দলের সবাইকে অভিনন্দন। অনেক দিন হলো সবাই পরিবারের বাইরে আছি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই-শিরোপা জেতা।’

এলেন, দেখলেন, জয় করলেন। কোপায় ইকুয়েডরের বিরুদ্ধে শেষ আটের লড়াই যেন এভাবেই জিতে নিলেন লিওনেল মেসিরা। আর তারপরই সেই কোটি টাকার প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করল। বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ফাইনাল দেখার কি সুযোগ হবে ফুটবলপ্রেমীদের? নেইমারদের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা? শেষ আটে চিলিকে মাটি ধরিয়ে আগেই কোপার সেমিফাইনালে পৌঁছেছে ব্রাজিল। আর ইকুয়েডরকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনাও। আর ম্যাচের ইনজুরি টাইমে আরও একবার মেসির নিখুঁত ফ্রি-কিকের সাক্ষী থাকেন দর্শকরা।

এই ফ্রি কিক থেকে দর্শনীয় এক গোল করে মেসি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে ৭৬তম গোল। ফলে পেলের আরও কাছে চলে এসেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। লাতিন আমেরিকান ফুটবলারদের সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল এখন ৭৬। অর্থাৎ, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে একবার জাল খুঁজে পেলেই লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের পাশে বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই তালিকায় ১৪৯ ম্যাচ খেলা মেসির পরে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১০৯ ম্যাচে করেছেন ৬৮ গোল। তৃতীয় স্থানে আরেক ব্রাজিলিয়ান রোনালদো ৯৮ ম্যাচে পেয়েছেন ৬২ গোল। মেসির রেকর্ড হয়েছে আরেকটি। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে আন্তর্জাতিক ফুটবলে ফ্রি কিকে সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইকুয়েডরের বিপক্ষে ডেড বল থেকে লক্ষ্যভেদ করে মেসি আর্জেন্টিনার জার্সিতে সরাসরি ফ্রি কিকে পেয়েছেন ৫৮তম গোলের দেখা।

দিনের আরেক ম্যাচে তৃতীয় কোয়ার্টার ফাইনালে এসে চলতি কোপা আমেরিকা দেখল দ্বিতীয় পেনাল্টি শুটআউট। তাতে কপাল পুড়ল লুইস সুয়ারেজদের। তাদের দল উরুগুয়ে যে কলম্বিয়ার কাছে টাইব্রেকারে হেরে গেছে ৪-২ গোলে। খেলার নির্ধারিত নব্বই মিনিট দেখেছে এক ম্যাড়মেড়ে লড়াই। চলতি কোপা আমেরিকায় দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা কলম্বিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিল উরুগুয়ে। প্রথমার্ধে বলের দখল আর শটে এগিয়ে ছিল কলম্বিয়া। অন্যদিকে উরুগুয়ে ব্যস্ত ছিল সে আক্রমণ সামলাতেই।

নির্ধারিত সময়ে আক্রমণ হয়েছে, প্রতি-আক্রমণও হয়েছে। কিন্তু গোলের দেখা আর মেলেনি কোনো দলেরই। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে কলম্বিয়া নিজেদের সব শটে গোল পেলেও উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেজ আর মাতিয়াস ভিনার পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক অসপিনা। তাতে আরও একটা কোপা আমেরিকা স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায় সুয়ারেজদের। উরুগুয়েকে বিদায় করে শেষ চারের টিকিটটাও কেটে ফেলে কলম্বিয়া। সেমিফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মেসিদের মুখোমুখি হতে হবে কলম্বিয়াকে।

একদিন বিশ্রামের পর আজ রাতেই শেষ চারের প্রথম ম্যাচে গত আসরের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও পেরু লড়বে ফাইনালের টিকিট কাটতে। গ্রুপপর্বে দুই জয়, এক ড্র ও এক হারে দ্বিতীয় স্থান অধিকার করার পর প্যারাগুয়েকে কোয়ার্টার ফাইনালে হারায় পেরু। ‘বি’ গ্রুপে শীর্ষে থেকে শেষ করা ব্রাজিলকে তারা পাচ্ছে সেমিফাইনালে। গত আসরের ফাইনালে পেরুকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল সেলেসাওরা। এবার তাই পেরুর জন্য প্রতিশোধের মঞ্চ। আর ধারাবাহিকতা ধরে রেখে আবারও জয় পেতে চায় তিতের দল।

শেষ চারের লড়াই ব্রাজিল ও আর্জেন্টিনা জিতলেই স্বপ্নের ফাইনাল পাবে চলতি মহামারীর কোপা। দেশের জার্সিতে ট্রফি খরা কাটিয়ে ইতিহাস গড়ার সুযোগ পাবেন মেসি নাকি ঘরের মাঠে ফের বাজিমাত করবেন নেইমাররা? উত্তরের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ