Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে ৪র্থ দিনেও লকডাউন চলছে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৮:১১ পিএম

করোনা মহামারী মোকাবেলায় ৪র্থ দিনেও দক্ষিণাঞ্চলে লকডাউন অনেকটা কঠোরভাবে পালিত হয়েছে। পুলিশ ও র‌্যাবের নজরদারীর সাথে সেনাবাহিনীও মাঠে রয়েছে। বরিশাল মহানগরী সহ বিভিন্ন জেলা-উপজেলা সদরগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

তবে এরপরেও লাকডাউন ভঙ্গের প্রবনতাও ছিল। বরিশাল মহানগরীতে মূল সড়কের বাইরে বিভিন্ন অলি গলিতে যুব ও তরুন সমাজের আড্ডাবাজি কমবেশী অবাহত রয়েছে। নগরীর বিভিন্নস্থানে কিশোর গ্যাংও গতকাল কিছুটা তৎপড় ছিল। নগরীর পোর্ট রোড এর মাছের বাজারে রোববার যথেষ্ঠ ভীড় লক্ষ করা গেছে। ক্রেতাদের বেশীরভাগকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও তার বাইরেও কিছু লোক ইচ্ছা অনিচ্ছায় তা ব্যবহার করেন নি।

নগরীর পথে পথে আইনÑশৃংখলা বাহিনী দিনরাত টহলে রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশে নগরীর হোটেল রেস্তোরাগুলো বন্ধ থাকায় অনেকেই বিপাকে পড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ