Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খুলনার অলিগলিতেও টহল জোরদার করা হবে : জিওসি যশোর

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:৫৫ পিএম

যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার (এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি) বলেছেন, করোনা মোকাবেলায় খুলনা অঞ্চলের ১১ জেলার প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও সেনাবাহিনীর টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

আজ রোববার দুপুরে খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন, পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেখানে জনসমাগম বেশি সেখানে কার্যকরী টহল প্রদানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য করোনা সংক্রমণ হ্রাস করা। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সকলের প্রতি আহবান জানান। এর আগে খুলনায় লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ