Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষড়যন্ত্রকারীরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারে না

দৌলতখানে আ’লীগের সম্মেলনে -তোফায়েল

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ৬:৫৯ পিএম

দৌলতখান উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । শনিবার(৩০নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ তোফায়েল আহমেদ বলেন, ‘ষড়যন্ত্রকারীরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারে না। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘দৌলতখান আমার একটি প্রিয় জায়গা। এই দৌলতখানের মানুষের ভালোবাসা ও ¯েœহ- আদরে আমি বড় হয়েছি। এখানে ৭০’এ পাকবাহিনী আমার ওপর আক্রমণ করতে চেয়েছিল। এখানকার মানুষ পাকবাহিনীর আক্রমণ থেকে আমাকে রক্ষা করে। আমি দৌলতখানের মানুষের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। উপজেলা আ’লীগের সভাপতি নাছির আহমেদ খান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৩৯৪ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে উপজেলা আ’লীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ¦ নাছির আহমেদ খানকে সভাপতি, আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক ও আলহাজ¦ হামিদুর রহমান টিপুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়। সম্মেলনে হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপুর নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত সবার নজর কাড়ে। নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা দৌলতখান পৌরশহর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তোফায়েল আহমেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ