মাগুরা জেলায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর
লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিন শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দিনব্যাপী সমগ্র জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করছে। বিনা কারনে বাইরে আসা, মাস্ক না পরা সহ বিভিন্ন কারনে জরিমানা করা সহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনকরা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে
সবাইকে ঘরে থাকার আহবান জানান হচ্ছে। মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলম সরকারের জারীকৃত কঠোর
লকডাউন মিনটরিং করছেন। শহরে দোকান পাট বন্ধ রয়েছে। পণ্য পরিবাহিত যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার শ্রীপুর মহম্মদপুর ও শালিখা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে
লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অতি প্রয়োজনে যারা বাইরে আসছেন তাদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম জানান, পুলিশ বাহিনী সেনাবাহিনী, বিজিবি আনসার বাহিনী সরকারি নির্দেশনা বাস্তবায়নে একসাথে তাদের দ্বায়িত্ব পালনে সক্রিয় রয়েছে।