Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় লকডাউনের তৃতীয় দিনেও হার্ডলাইনে প্রশাসন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১:০০ পিএম

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার বিভাগীয় শহর খুলনায় হার্ডলাইনে রয়েছে প্রশাসন। সেনা, বিজিবি, র‍্যাব ও পুলিশি টহল অব্যাহত রয়েছে। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হলে আইনের আওতায় আনা হচ্ছে।

নগরীর দোকানপাট বিপনীবিতান সমূহ বন্ধ রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্টে তল্লাশি অভিযান চলছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

উপজেলাগুলোতেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতও অভিযানে রয়েছে।

সকাল সাড়ে ১১ টায় নগরীর প্রধান সড়কগুলো ঘুরে দেখা গেছে, হাতে গোনা কিছু রিকশা-ভ্যান ও জরুরী সেবার গাড়ি ছাড়া আর কোন বাহন চলাচল করছে না। রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে।

এদিকে, গত ২৪ ঘন্টায় খুলনার তিনটি হাসপাতালে ১১ জন করোনায় মারা গেছেন। অন্যদিকে একই সময়ে ১৮০ টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ শতাংশ। খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসন

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ