নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জার্মানির জার্সিতে আর দেখা যাবে না টনি ক্রুসকে। দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন এই জার্মান মিডফিল্ডার। আজ (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি ক্রুস নিজেই জানিয়েছেন।
ইংল্যান্ডের কাছে হেরে জার্মানি চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোল থেকে বিদায় নেওয়ার পর থেকেই জাতীয় দলের জার্সিতে ১০৬ ম্যাচ খেলা ক্রুসের বিদায়ের ঘণ্টা বাজছিল। এবার তা বাস্তবে রূপ নিল।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ তারকা লিখেছেন, ‘জার্মানির হয়ে ১০৬ বার মাঠে নেমেছি। আর এমন দিন আসবে না। ’
কথাগুলোর মাধ্যমে দুর্দান্ত এক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তার। একই প্রতিপক্ষকে হারিয়ে ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয় জার্মানরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।