Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

অকারণে ঘোরাঘুরি: রাজধানীতে গ্রেফতার ৩২০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৬:৪৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার এবার যে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণার দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, লকডাউননের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ার দায়ে সর্বাত্মক বিধিনিষেধের ২য় দিনে ৩২০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা ২০৮ জনকে।

অন্যদিকে নিয়ম ভেঙে রাস্তায় বেড় হওয়া ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করছে।

বিধিনিষেধের ১ম দিন (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাড়ে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অনেককে জরিমানা ও মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ