Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটের গোয়াইনঘাটে ঘুমন্ত বৃদ্ধকে নিয়ে ডুবে গেলে নৌকা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৬:৪২ পিএম

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক নৌকা শ্রমিক। তার নাম আজিজুর রহমান পাঠান (৫২)। আজ শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার সারি-গোয়াইন নদীর মুখতলা নামক এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নৌ শ্রমিক আজিজুর রহমান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল লতিফ পাঠানের পুত্র । তিনি তার পুত্র আলী আহমদকে নিয়ে কিছুদিন ধরে বালু শ্রমিকের কাজ করছিলেন জাফলংয়ের বাংলাবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বালু উত্তোলনের কাজ শেষে গোয়াইনঘাটের মুখতলা নামক এলাকার একটি ঘাটে ইঞ্জিন নৌকা বেঁধে রেখে বৃহস্পতিবার রাতে নিজের পুত্রকে সঙ্গে নিয়ে নৌকায় ঘুমিয়েছিলেন নিখোঁজ শ্রমিক আজিজুর রহমান পাঠান। ঘুমিয়ে থাকা অবস্থায় শুক্রবার সকাল বেলা ভারী বর্ষণ আর ঢলের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় তাদের। এসময় ঘুম ভেঙ্গে তাড়াহুড়ো করে আজিজুর রহমানের পুত্র আলী আহমদ নৌকা থেকে নামতে পারলেও নৌকাসহ তলিয়ে যান আজিজুর রহমান পাঠান। এরপর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ, এসআই লিটন রায় ও এএসআই মারুফুল হাসান মুকিতসহ পুলিশের একটি টিম পরিদর্শন করে ঘটনাস্থল। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজের সন্ধানে উদ্ধার চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নৌ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তার সন্ধানে ইতিমধ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি আমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ