Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় লকডাউনের মধ্যেও চাল বিতরণঃ উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৪:০৩ পিএম

লকডাউনকে উপেক্ষা করে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে কোনপ্রকার স্বাস্থ্যবিধি না মেনে জেলেদের চাল বিতরণ করা হয়েছে। একই স্থানে সহস্রাধিক লোকসমাগমে এলাকায় করোনা বিস্তার হুমকির মুখে পড়েছে।

শুক্রবার দিনব্যাপী এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে ৬৮৩ জেলের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।

সারাদেশে কঠোর লকডাউনের মধ্যে কোনপ্রকার স্বাস্থ্যবিধি না মেনে এতবিশাল জনসমাবেশ সচেতনমহল উদ্বেগ প্রকাশ করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশির ভাগ চাল গৃহীতা মাস্ক দূরের কথা নিরাপদ দূরত্বও বজায় রাখেনি।
এব্যাপারে এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ সেলিম বলেন, চাল বিতরণের বিষয়টি পূর্বেই প্রশাসনকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, মৎস্য অফিস গতকাল মৎস্যজীবীদের তালিকা দেয়ায় আমরা তড়িঘড়ি করে চাল বিতরণ করছি।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন এব্যাপারে বলেন, লকডাউন ঘোষণার পূর্বেই চাল বিতরণের তারিখ নির্ধারিত ছিল।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন আর যাতে চাল বিতরণ না চলে তার জন্য নির্দেশনা দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ