Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় চলছে দ্বিতীয় দিনের কঠোর লকডাউন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:৫২ পিএম

করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকে জারি করা লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার। খুলনায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়িত হচ্ছে। রাস্তায় সেনা-বিজিবি ও পুলিশি টহল চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জেলা প্রশাসনের ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

খুলনার ৯ উপজেলায় আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি (ল্যান্ড) সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন। বৃহষ্পতিবার স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধিনিষেধ নিশ্চিতকরণ এ অভিযানে খুলনা শহরে ৪৮টি মামলায় ৩৮জনকে ২২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ১৮জনকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার নগরীতে ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে চেকিং জোরদার করছে। গতকাল কেএমপির ৮ থানা এলাকায় ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও একটি ইজিবাইক আটক করা হয়। আজও অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ