Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী কর অঞ্চলে গত বছরের তুলনায় ১৫০ কোটি টাকা প্রবৃদ্ধি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১১:০২ এএম

বিশ্বব্যাপী করোনা মহামারী পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর সাময়িকভাবে বন্ধ থাকা এবং লকডাউনের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকা সত্ত্বেও কর অঞ্চল রাজশাহীর আয়কর আদায় বেশি হয়েছে। রাজশাহী কর অঞ্চল ২০২০-২০২১ কর বর্ষে আগের বছরের তুলনায় ১৫০ কোটি টাকা আয়কর আদায় বৃদ্ধি পেয়েছে। করদাতা ও কর আইনজীবী সমিতি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও রাজশাহীর কর কমিশনারের মনিটরিং ও নির্দেশনা, কর অঞ্চলের রেঞ্জ কর্মকর্তাবৃন্দের সার্বিক তত্ত্বাবধান এবং উপ কর কমিশনার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় রাজশাহী কর অঞ্চলে কর বান্ধব পরিবেশ সৃষ্টির ফলে এ অর্জন সম্ভব হয়েছে।এদিকে, গত বছরের তুলনায় ১৬.৫% প্রবৃদ্ধি অর্জনে কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর জেলার সকল সম্মানিত করদাতা, আয়কর আইনজীবী, অংশীজন ও আয়কর আদায়ের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দিক নির্দেশনায় আগামীতে আরও বেশি আয়কর আদায় হবে বলে প্রত্যাশা করেছেন কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবৃদ্ধি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ