Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছর বিশ্ববাণিজ্যের প্রবৃদ্ধি অর্ধেক হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চলতি বছরের জন্য বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। ডব্লিউটিওর প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, যুদ্ধের প্রভাব ও সংশ্লিষ্ট নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির পূর্ববর্তী পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশকে সংশোধন করে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে শুরু হওয়া বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা যুদ্ধের কারণে আরো জটিল হয়েছে। এ বাধাগুলো খাদ্যপণ্যকে আরো ব্যয়বহুল করে তুলছে। আমার প্রধান উদ্বেগ হলো বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি গুরুতর পরিস্থিতিতে পড়তে চলেছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো ঘাটতির প্রভাব এবং খাদ্য সরবরাহের সীমাবদ্ধতা অনুভব করবে। ইউক্রেনে অভিযানের পর গম ও ভুট্টাসহ অনেক খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে। শিল্প গ্রুপগুলো সতর্ক করেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সূর্যমুখী তেলের ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে। ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল অনুসারে, সূর্যমুখী তেলের মোট রফতানির ৪৬ দশমিক ৯ শতাংশ ইউক্রেন এবং ২৯ দশমিক ৯ শতাংশ রাশিয়া থেকে আসে। তবে রুশ হামলায় ইউক্রেনের বন্দর বন্ধ থাকায় রফতানি অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে দেশটি। এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, আমি সত্যিই খাদ্যের অভাব নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে দরিদ্র দেশগুলোয় খাদ্যের সংকট প্রকট আকার ধারণ করতে পারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলতি বছর বিশ্ববাণিজ্যের প্রবৃদ্ধি অর্ধেক হতে পারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ