Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ লাখ কন্টেইনার পরিবহন করেছে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ১০:০৭ পিএম

সদ্য সমাপ্ত অর্থ বছরে ৩০ লাখ ৯৭ হাজার ২৩৬ টিইইউস কন্টেইনার পরিবহন করেছে চট্টগ্রাম বন্দর। পণ্য হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৩৭৩ মেট্রিক টন। করোনা মহামারিতেও পুরোদমে সচল চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে চার হাজার ৬২টি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, বন্দরের সক্ষমতা বাড়ছে। সেই সাথে বাড়ছে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং। চলমান সর্বাত্মক লকডাউনেও বন্দর পুরোদমে সচল রয়েছে। গত বছরের তুলনায় পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং দুটোই বেড়েছে।
সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৩৪৪ টন। আর রফতানি পণ্য হ্যান্ডলিং করা হয় ৭৪ লাখ ৯৪ হাজার ২৯ টন। কন্টেইনারের মধ্যে আমদানি পণ্যভর্তি কন্টেইনার ছিলো ১৬ লাখ ৫৮ হাজার ৩৩০ টিইইউস। আর রফতানি পণ্যবাহী কন্টেইনার ছিলো ১৪ লাখ ৩৮ হাজার ৯০৬ টিইইউস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম বন্দর

৮ সেপ্টেম্বর, ২০২২
১৪ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ