Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসারের ওপর ইসকনের হামলা

প্রবর্তক সংঘের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

নগরীর পাঁচলাইশ প্রবর্তক সংঘের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের উপর হামলার অভিযোগ করেছে প্রবর্তক সংঘ। ইনসকের বিরুদ্ধে তাদের কাজে বাধাদান ও নিরাপত্তা চৌকি ভেঙ্গে ফেলার অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রবর্তক সংঘের গেইটে এই ঘটনা ঘটে। প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী বলেন, জেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে প্রবর্তক সংঘের নিরাপত্তায় গত বুধবার ২০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়। গতকাল তারা দুইটি ফটকে দায়িত্বপালন শুরু করেন। রুপনগর কমিউনিটি সেন্টার লাগোয়া গেইটে নিরাপত্তা চৌকি বসাতে গেলে ইসকনের লোকজন তাদের উপর হামলা করে। তাদের কাজে বাধা দেয়। তাদের মারধরও করা হয়।
এক পর্যায়ে ইসকনের লোকজন নিরাপত্তা চৌকি ভেঙ্গে ফেলে। তাদের বাধায় আনসার সদস্যরা দায়িত্বপালন করতে পারছে না। তাদের উপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে ইসকনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রবর্তকের মূল গেইট ছিলো একটি, কিন্ত তারা অবৈধভাবে আরো একটি গেইট নির্মাণ করেছে। এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ বলেন, আনসার সদস্যদের উপর হামলা বা মারধরের ঘটনা সঠিক নয়। আমরা বলেছি, ইসকন মন্দিরের গেইটে আনসারের নিরাপত্তা বা নিরাপত্তা চৌকি বসানো প্রয়োজন নেই। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, পুলিশও নিয়মিত এখানে দায়িত্ব পালন করছে। তবে পূজারিরা নিরাপত্তা চৌকি সরিয়ে দিয়েছেন। পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই, এতে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। প্রবর্তক সংঘ তাদের নিরাপত্তায় আনসার নিয়োগ করেছে। তারা গেইটে নিরাপত্তা চৌকি বসাতে গেলে মন্দিরের লোকজন তাদের বাধা দেয়, চৌকিটিও ফেলে দেয়। আমরা দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। প্রয়োজনে জেলা প্রশাসকের কাছে যেতে বলেছি। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসকের পক্ষ থেকে দুই পক্ষকে আগামী রোববার তার অফিসে বৈঠকে বসতে বলা হয়েছে।
সেখানে দুই পক্ষের দুই জন এবং আনসারের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘের জমিতে ইসকনকে মন্দির নির্মাণের জন্য জমি দেয়া হয়। সংঘের অভিযোগ ইসকন প্রবর্তকের ভূমি দখলসহ তাদের সাথে করা চুক্তি লঙ্ঘন করছে। গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইসকনকে গেরুয়াবেশী জঙ্গি উল্লেখ করে তাদের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রবর্তক সংঘের নেতারা। তারা ইসকনের সাথে চুক্তি বাতিল করারও ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনসার

৩ মার্চ, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ