বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে চকরিয়ায় পাহাড় ধ্বসে মাটির নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বকশিরঘোনা এলাকার ফিরোজ আহমদের স্ত্রী।
জানা গেছে, হারবাং ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় গত কয়েক বছর ধরে পাহাড়ের পাদদেশে ঘর বেধে বসবাস করে আসছেন ফিরোজ আহমদের পরিবার। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হঠাৎ পাহাড়ের মাটি ধসে ফিরোজ আহমেদের বসত ঘরের উপর পড়ে। এ সময় মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় ফিরোজ আহমেদের স্ত্রী রাবেয়া খাতুন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, ভোরে ইউনিয়নের মইস্যারঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।