Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলাগুলিতে সাংবাদিকসহ হাইতিতে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে গোলাগুলির ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী রয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকা একটি গ্রুপ এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে। হাইতির সামাজিক মাধ্যমে নিহতদের ছবি ভেসে বেড়াচ্ছে। একটি ছবিতে দেখা গেছে রিপোর্টার দিয়েগো চার্লসের মরদেহ মাটিতে পড়ে আছে। অপরদিকে রাজনৈতিক কর্মী অ্যান্তয়িনেত্তে ডুক্লেয়ারের মরদেহ তার গাড়িতে পড়ে আছে। চার্লসে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন ডুক্লেয়ার। সে সময়ই তাদের গুলি করা হয়। রাজধানী পোর্ট অব প্রিন্সের আশেপাশে গোলাগুলির ঘটনায় আরও কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করছে। কমিটি অব প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) আমেরিকাস প্রোগ্রাম বুধবার এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমরা এই বিষয়ে তদন্ত করছি এবং কতৃপক্ষকে সম্পূর্ণ তদন্তের আহবান জানাচ্ছি।’ গত কয়েক মাস ধরেই হাইতির রাজধানীতে বিভিন্ন অপরাধ চক্রগুলো সহিংস হয়ে উঠেছে। এতে কয়েক হাজার পরিবার নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যেই বুধবার গোলাগুলির ঘটনায় পাঁচজন প্রাণ হারাল। চলতি মাসের মাঝামাঝিতে হাইতিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি ব্রুনো মায়েস বলেন, চলতি বছরের শুরু থেকেই হাইতিতে নিরাপত্তাহীনতা অনেক বেশি বেড়ে গেছে। রাজধানীতে সহিংসতা বেড়ে যাওয়ায় হাজার হাজার শিশু এবং নারীর জীবন ঝুঁকিতে রয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ