Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরবতা ভাঙলেন পগবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:২২ পিএম | আপডেট : ৬:৫২ পিএম, ১ জুলাই, ২০২১

ইউরোর শেষ ষোলতে সুইজারল্যান্ডের বিপক্ষে হারের পর মুখ খুললেন ফ্রান্স তারকা পল পগবা। দারুন এক গোলে ফরাসি শিবিরকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ দশ মিনিটের ঝড়ে ৩-৩ গোলে সমতায় শেষ হয় খেলা। এরপর অতিরিক্ত সময়ে কোন দলই পায়নি জালের দেখা। তবে পেনাল্টিতে কপাল পোড়ে ফরাসিদের।

সে ম্যাচের গোলস্কোরার এবং ইউরোর চার খেলাই সেরা নৈপুন্য দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'ফুটবল কখনও নির্মম...নির্মম এবং কখনও সুন্দর। সেদিনের ম্যাচটি আমাদের জন্য ছিল দুঃখের কিন্তু আমাদের প্রতিপক্ষের (সুইজারল্যান্ড) জন্য ছিল উৎসবের।'

ম্যাচে জেতার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি, 'অবশ্যই আমরা একটা ভালো ফল আশা করেছিলাম। কিন্তু আমরা পারিরি। পরের রাউন্ডে ওঠায় সুইজারল্যান্ডকে অভিনন্দন।'

সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেও ভোলেননি এ ফরাসি তারকা, 'যারা সবসময় আমাদের সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের আশ্বস্ত করতে চাই, আমরা আরও ভালোভাবে ভিরে আসবো।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ